মাদারীপুর সদরে ‘চোর সন্দেহে’ তিন যুবককে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। তাদের মধ্যে একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) রাত ৩টার দিকে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. আদিল হোসেন।
আহতরা হলেন- ওই এলাকার ওয়াজেদ শেখের ছেলে জাকির শেখ (৫০), আলতা মাতুব্বরের ছেলে ইস্রাফিল মাতুব্বর (৪০), এবং শ্রীনদী রায়েরকান্দি গ্রামের সিরাজ শিকদারের ছেলে বাবুল শিকদার (২৫)।
তাদের মধ্যে গুরুতর আহত জাকির শেখকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনকে মাদারীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পশ্চিম মাঠ বাঘাবাড়ি এলাকায় চুরি-ডাকাতি ঠেকাতে রাত জেগে পাহারা দেয় যুব সমাজ। শনিবার গভীর রাতে ওই তিনজনকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে স্থানীয়রা তাদের ধাওয়া করে ধরে ফেলে এবং মারধর করে।
একপর্যায়ে উত্তেজিত জনতা জাকির শেখের চোখ উৎপাটনের চেষ্টা করে বলে জানায় পুলিশ।
খবর পেয়ে শ্রীনদী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বেল্লাল হোসেন ঘটনাস্থলে পৌঁছে সহযোগীদের নিয়ে তিনজনকে উদ্ধার করে হেফাজতে নেন। পরে তাদের সদর মডেল থানায় নেওয়া হয়।
এ ঘটনা প্রসঙ্গে সদর থানার ওসি আদিল হোসেন বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। কারা হামলার সঙ্গে জড়িত, তা শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
আপনার মতামত লিখুন :