ঢাকা সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫

গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৭:৩২ পিএম
নিহত গৃহবধূ দীপ্তি মণ্ডল

মাদারীপুরে শ্বশুরবাড়িতে দীপ্তি মণ্ডল (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যায় শহরের আমিরাবাদ এলাকার বাদামতলা মণ্ডল বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী তাপস মণ্ডল ও শাশুড়ি সরস্বতী মণ্ডল পলাতক রয়েছেন।

নিহত দীপ্তি মণ্ডল শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার জয়নগর হিন্দুকান্দি গ্রামের প্রদীপ মণ্ডলের মেয়ে। তিনি মাদারীপুর পৌর এলাকার বাদামতলার তাপস মণ্ডলের স্ত্রী। তাপস মণ্ডল স্থানীয় আদালতে মুহুরি হিসেবে কর্মরত।

নিহতের পরিবার অভিযোগ করেছে, বিয়ের পর থেকেই দীপ্তিকে যৌতুকের জন্য শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত স্বামী তাপস ও তার পরিবারের সদস্যরা। শনিবার নির্যাতনের পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এরপর তারা পালিয়ে গেছে।

নিহতের বাবা প্রদীপ মণ্ডল বলেন, ‘আমার মেয়েকে দীর্ঘদিন ধরে মারধর করা হতো। যৌতুক না দেওয়ায় প্রায়ই পারিবারিক কলহ হতো। শনিবারও তাকে পিটিয়েই হত্যা করা হয়েছে। হত্যার পর ঘরের দরজা বন্ধ করে তাপস ও তার মা পালিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’