গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মানিকগঞ্জ সদরের জাগীর পুলিশ ক্যাম্প এলাকার মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে নেতৃত্ব দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আশরাফুল ইসলাম রাজু, মেহরাব খান ও রমজান মাহমুদ। এ ছাড়া এনসিপি ও চরমোনাইপন্থি সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ ছাত্রজনতা এতে যোগ দেন।
বক্তারা বলেন, ‘গোপালগঞ্জে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে এনসিপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়েছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, নইলে আন্দোলন আরও কঠোর হবে।’
বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।