ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

মাতৃত্বকালীন ভাতার টাকা মেম্বারের ‘অবিবাহিত’ মেয়ের পেটে!

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১০:৪০ পিএম
সাটুরিয়ার বালিয়াটী ইউনিয়ন পরিষদ। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটী ইউনিয়নে মহিলা মেম্বার সাজেদা আক্তারের বিরুদ্ধে ‘মাতৃত্বকালীন ভাতা’ আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, ইউনিয়নের ভাঙা বাড়ি গ্রামের গৃহবধূ মাহাফুজা আক্তারের নামে বরাদ্দ ভাতার টাকা নিজের ‘অবিবাহিত’ মেয়ের মোবাইল নম্বর ব্যবহার করে তুলে নিয়েছেন সাজেদা আক্তার।

অনুসন্ধানে জানা গেছে, বালিয়াটী ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য সাজেদা আক্তার অসৎ উদ্দেশ্যে ভুক্তভোগীর মোবাইল নম্বর ব্যবহার না করে নিজের অবিবাহিত মেয়ের মোবাইল নম্বর দিয়ে ব্যাংক হিসাব খোলেন এবং সেই হিসাবেই মাহাফুজা আক্তারের নয় মাসের মাতৃত্বকালীন ভাতার টাকা উত্তোলন করেন।

ভুক্তভোগী মাহাফুজা আক্তার বলেন, ‘মাতৃত্বকালীন ভাতা পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল নম্বর মেম্বার সাজেদা আপার কাছে জমা দিয়েছিলাম।’

‘পরে জানতে পারি, আমার নম্বর ব্যবহার না করে তার মেয়ের নম্বরে ভাতার টাকা তোলা হয়েছে। বিষয়টি জানার পর খুবই ক্ষুব্ধ। এর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

অভিযুক্ত ইউপি সদস্যা সাজেদা আক্তার বলেন, ‘বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মাহাফুজাকে তার পাওনা টাকা ফেরত দিয়েছি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়ে গেছে।’

বালিয়াটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সোহেল আহম্মেদ চৌধুরী জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, ‘মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের কোনো সুযোগ নেই। কেউ করে থাকলে অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’