মানিকগঞ্জের শিবালয়ে রাতের আঁধারে থেমে থাকা একটি স্কুলবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতর ঘুমিয়ে থাকায় গুরুতর দগ্ধ হয়েছেন চালক তাবেজ খান (৪৫)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ চালক তাবেজ খানকে প্রথমে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।
তাবেজ খান মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা গ্রামের আবুল হোসেনের ছেলে।
শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, ‘হলি চাইল্ড স্কুল ও কলেজ’র শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্ক করা ছিল। চালক তাবেজ খান বাসের ভেতরেই ঘুমিয়েছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান এসআই সুমন।



