ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে শিক্ষার্থীদের দাবিসংবলিত দেয়াল লিখন থেকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নাম ও লোগো মুছে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে সংগঠনটির ঢাকা পলিটেকনিক শাখা।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো যৌথ বিবৃতিতে শাখার আহ্বায়ক শাখাওয়াত হোসেন রুদ্র ও যুগ্ম আহ্বায়ক জাদিদ আনজুম রুপম বলেন, ‘বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সব সময় গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। কিন্তু এ ঘটনা নিঃসন্দেহে ছাত্রলীগ-স্টাইলের ফ্যাসিস্ট ও আধিপত্যবাদী মানসিকতার প্রকাশ। ক্যাম্পাসে কেউ যদি একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করে ‘নতুন ছাত্রলীগ’ হয়ে উঠতে চায়, তবে সেই অপচেষ্টা শুরুতেই প্রতিহত করা হবে।’
নেতৃবৃন্দ আরও বলেন, ছাত্র ইউনিয়নের দেয়াল লিখনে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট দাবি ছিল। সেখানে কেবল সংগঠনের নাম ও লোগো মুছে দেওয়ার অর্থ হলো, ছাত্র ইউনিয়নের মতো সংগঠনের উপস্থিতি ও কার্যক্রমকে ভয় পায় একটি গোষ্ঠী। কারণ তারা চায় না, ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো শক্তি শিক্ষার্থীদের আশা-ভরসার জায়গা হয়ে উঠুক।
সংগঠনটি এমন কর্মকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি সতর্ক করে দিয়েছে এই ধরনের অগণতান্ত্রিক আচরণ চালিয়ে কেউ ছাত্র রাজনীতিতে দমন-পীড়নের সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে।
গত ১০ মে দিবাগত রাতে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে দেয়াল লিখন করেন। কিন্তু ১৩ মে (মঙ্গলবার)অজ্ঞাতনামা কেউ বা কারা ওই লেখাগুলো থেকে শুধু সংগঠনটির নাম ও লোগো কালো রঙ দিয়ে মুছে দেয়।
আপনার মতামত লিখুন :