বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ‘বিএনপি কখনোই সন্ত্রাসী রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি একটি উদারনৈতিক ও শান্তিপ্রিয় রাজনৈতিক দল। আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে চাই।’
বৃহস্পতিবার (১৫ মে) খুলনা উপজেলার নৈহাটি ইউনিয়নের জাবুসা স্কুল মাঠে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় এ দোয়া মাহফির আয়োজন করা হয়।
আজিজুল বারী হেলাল বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশির দশকে আন্দোলনের মাধ্যমে আমাদের রাজনৈতিক চেতনা ও সংগ্রামের পথ দেখিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমাদের প্রেরণা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাজার হাজার মাইল দূরে থেকেও আমাদের আন্দোলনের নেতৃত্ব ও শিক্ষা দিচ্ছেন।’
তিনি বলেন, ‘বিগত ১৫ বছরের ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেসব ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বত্র শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।’
তিনিন আরও বলেন, ‘দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতি। বিএনপির রাজনীতিতে এসবের কোনো স্থান নেই। বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে। যারা বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হবে, তাদের দল থেকে বহিষ্কার করে আইনের হাতে তুলে দিতে হবে।’
সভায় নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব দিদারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা কমিটির সদস্য সুলতান মাহমুদ, মল্লিক আব্দুস সালাম, এনামুল কবির মোল্লা, রিয়াজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও জেলা সদস্য আছাফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, তেরখাদা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, আনসার আলী বিশ্বাস, রবিউল ইসলাম, মো. ইলিয়াস হোসেন, শেখ আবু সাইদ, শেখ মামুন, আদনান হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :