দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান। শনিবার সকালে বাংলাদেশ বিমানের (ইএ২০২) ফ্লাইটযোগে লন্ডন থেকে সিলেট বিমানবন্দরে আসেন তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিএনপির অসংখ্য নেতাকর্মীরা।
বিমানবন্দর থেকে তিনি সরাসরি প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সমাধিতে ফুল দিয়ে কবর জিয়ারত করেন এসময় সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম নাসের রহমান, মিজানুর রহমানসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন । সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাড়িতে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করেন। সেখানে শত শত নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান।
দীর্ঘদিন পর দেশে ফেরার প্রতিক্রিয়ায় মাহিদুর রহমান বলেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমার নিকট আত্মীয় কয়েকজনকে দেশের মাটিতে জানাজা পরে কবর দিতে পারিনি। শেখ হাসিনা সরকারের বাধায় আসতে পারিনি। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৭ বছর পর আমি দেশে ফিরলে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়। এটা ভেবে আমি খুবই এক্সাইটেড।
তিনি আরো জানান, তিনি সারাদেশের বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। তিনি ওয়ান-ইলেভেনের পর থেকেই যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার বিরোধী নানা কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আলোচনায় ছিলেন বিএনপি নেতা মাহিদুর রহমান। ২০২৩ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে সফরকালে ওয়াশিংটনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তিনি।
এদিকে, বিএনপির এই নেতা আগমন উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক ছিল। বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সিলেটের স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরের টার্মিনাল ভবনের সামনে মাহিদুর রহমানকে স্বাগত জানান। এদিকে রাত পর্যন্ত সিলেট বিভাগের নেতাকর্মীরা মাহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
       -20251101005633.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন