জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর) দুপুরে জেলা শহরের দেওয়ার আব্দুল বাছিত জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির মো. সায়েদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, পৌরসভা আমির হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের কাছে পাঁচ দফা দাবির স্মারকলিপি হস্তান্তর করেন জামায়াত নেতারা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন