ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বালুবাণিজ্য নিয়ে সংঘর্ষে ‍‍‘স্যুটার মান্নান‍‍’ নিহত, গুলিবিদ্ধ ৬

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৬:৫৭ এএম
নিহত শীর্ষ সন্ত্রাসী ‘স্যুটার মান্নান’। ছবি- সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় নদী দখল, চাঁদাবাজি ও অবৈধ বালু ব্যবসার আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী মান্নান (৪৫), যিনি এলাকায় ‘স্যুটার মান্নান’ নামে পরিচিত ছিলেন।

সোমবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে গজারিয়ার বড় কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ গোলাগুলির ঘটনা ঘটে। এতে মান্নানের সঙ্গে থাকা আরও ছয়জন আহত হন।

আহতরা হলেন-হৃদয় বাঘ (২৮), আতিকুর (৩০), হাসিব (৩৪), শ্যামল (৩০), নয়ন (২৫) ও হামীম (৩২)।

নিহত মান্নান গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের জৈষ্ঠিতলা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নদীতে দুটি ইঞ্জিনচালিত ট্রলারে করে দুই পক্ষ অবস্থান নেয়। একপর্যায়ে মুখোশ ও হেলমেট পরা অস্ত্রধারীরা অতর্কিত গুলিবর্ষণ করে। প্রায় ২০-২৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। মান্নান গুলিবিদ্ধ হয়ে ট্রলারের মধ্যেই মারা যান।

নিহতের স্ত্রী সুমি বেগম অভিযোগ করেন, কয়েকদিন আগেই সে বলেছিল, হোগলাকান্দির লালু-জুয়েল গ্রুপ পেশাদার খুনি ভাড়া করেছে। আজ সেই কথাই সত্যি হলো।

গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জাহাঙ্গীর আলম বলেন, নিহতের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে। একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, মান্নান একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র চালনায় সে পারদর্শী ছিল বলেই 'স্যুটার মান্নান' নামে পরিচিতি পেয়েছিল।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।