গজারিয়ায় আলোচিত ‘নৌ ডাকাত’ স্যুটার মান্নান হত্যা মামলার আসামি শাহ আজিজুর রহমান পলাশকে (৪০) গুলিভর্তি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে নৌ পুলিশের সহায়তায় গজারিয়া থানা পুলিশ ষোলআনী ইউনিয়নের জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পলাশ ওই এলাকার শাহ আলমের ছেলে।
গজারিয়া থানা পুলিশের সূত্রে জানা যায়, হত্যাকাণ্ডে জড়িত আসামি শহীদুল্লাহ প্রধানের ছেলে জুয়েল ও সহযোগীদের বাড়িতে অবস্থানের তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত দুইটার দিকে অভিযান প্রস্তুতি নেয়া হয়। ভোরে অভিযানে জুয়েলসহ কয়েকজন পালিয়ে গেলেও পলাশকে অস্ত্রসহ আটক করা হয়।
অভিযানের সময় পলাশের কাছ থেকে ৫ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া জুয়েলের ঘর তল্লাশি করে একটি রামদা ও তিনটি দা জব্দ করা হয়।
গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘গোপন সূত্রে খবর পাই মান্নান হত্যা মামলার আসামি জুয়েলসহ কয়েকজন ষোলআনী বালুমহালে চাঁদার দাবিতে হামলার পরিকল্পনা করছিল। তাই শনিবার সকালে তাদের বাড়িতে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়, তবে পলাশকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হই।’
তিনি আরও বলেন, ‘আটক পিস্তল লোডেড ছিল। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’