ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

গজারিয়ায় বসুন্ধরা টিস্যু পেপার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৬:৫৭ পিএম
গজারিয়ায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বসুন্ধরা পেপার মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন বসুন্ধরা পেপার মিলসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা এলাকায় অবস্থিত মিলটির ৩ নম্বর ইউনিটে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, প্রথমে গ্যারেজ এলাকায় আগুন দেখা যায়, মুহূর্তেই তা ইউনিট-৩-এ ছড়িয়ে পড়ে, যেখানে ডায়াপার উৎপাদন করা হয়। প্রাথমিকভাবে কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালালেও পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া জানান, চারটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, আগুনের কারণ তদন্তাধীন এবং প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির এইচআর এডমিন রাজিবুল ইসলাম জানান, ‘গোডাউনে পেপার রোল, কেমিক্যাল ও যন্ত্রপাতি মজুদ ছিল। প্রাথমিকভাবে নিজেদের ফায়ার ফাইটার টিম এবং পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় তিন থেকে চার জন শ্রমিক সামান্য আহত হয়েছেন।’

গজারিয়া থানার ওসি মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অগ্নিকাণ্ডের পর সেনা ক্যাম্প থেকেও একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।’