জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের ময়মনসিংহের পৈতৃক বাড়ি ‘সুন্দর মহলে’ হামলা ও ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নগরের টাউন হল এলাকায় অবস্থিত এ বাসভবনে হামলার ঘটনা ঘটে।
এ সময় নির্মাণাধীন স্থাপনা ও পুরোনো বাড়ির ভেতরের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ ‘কুটুমবাড়ি’ নামের রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এরপর থেকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করে।
এ নিয়ে গত ২৩ এপ্রিল বাড়িটির সামনে মানববন্ধন করে ‘বাণিজ্যিক ভবন’ না করার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
তবে এ নিয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। ওই অবস্থায় বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে সেখানে হামলা চালান বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
কুটুমবাড়ি রেস্টুরেন্টের মালিক বজলুর রহমানের শ্যালক আহসানুল করীম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা হামলা চালিয়ে এ ভাঙচুর চালান। রওশন এরশাদের পৈতৃক বাড়ি হওয়ার কারণে ‘দালাল মহল’ আখ্যা দিয়ে ভাঙচুর করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদ বলেন, ‘দালাল মহলকে বাণিজ্যিক ভবন বানানোর পাঁয়তারা হওয়ায় সেটি বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও সেটি বন্ধ হয়নি। ওই অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্থাপনা ভেঙে দিয়েছেন।’
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘রওশন এরশাদের বাড়িতে রেস্টুরেন্ট নির্মাণকাজ চলায় বৈষম্যবিরোধী ছাত্ররা ভাঙচুর চালান। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।’
ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম বলেন, ‘বাড়িটিকে ঘিরে ছাত্র-জনতার ক্ষোভ থাকায় সেখানে কোনো বাণিজ্যিক স্থাপনা না করাই উচিত। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
        
                            
                                    

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
                                    
                                    
                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                                                                                    
                            
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন