ঢাকা শুক্রবার, ৩০ মে, ২০২৫

ময়মনসিংহে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৩, আহত ৬

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৮:০৮ পিএম
ছবি-রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বুধবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর শহরের দত্তপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আতিকুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি যাত্রীবাহী মাহিন্দ্রা অটোরিকশাকে ওভারটেক করে যেতে চাইলে বিপরীত দিক থেকে আসা বিআরটিসি বাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। 

এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন ৬ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তামনিম মুনমুন বলেন, ‘এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন আনা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।’

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ‘মরদেহগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’