ময়মনসিংহে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই গরুসহ কৃষক ও শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচভাগ ইউনিয়নের লামকাইন চর ও নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- গফরগাঁও উপজেলার পাগলা থানার লামকাইন গ্রামের মো. হজরত আলী কারীর ছেলে সোহাগ মিয়া ও নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের হযরত আলীর ছেলে সাইদুল ইসলাম (১২)।
নিহত সোহাগ মিয়ার পরিবার জানিয়েছে, প্রতিদিনের মতো বেলা এগারোটার দিকে ব্রহ্মপুত্র নদের চর লামাকাইন এলাকায় গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায় সোহাগ। দুপুরের দিকে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে দুই গরুরসহ তিনি ঘটনাস্থলেই মারা যায়।
নিহত সোহাগের চাচাতো ভাই বলেন, সোহাগের দুই ছেলে আছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অন্যদিকে নিহত সাইদুল ইসলামের পরিবার জানিয়েছে, সাইদুল ইসলাম পরিবারের সঙ্গে গাজীপুরের মাওনা বসবাস করতেন। মাওনা একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পরীক্ষা শেষ হওয়ায় গত সপ্তাহে বাবা হজম আলীর সঙ্গে নিজ বাড়ি কামালপুরে আসে।
পরিবার জানায়, দুপুরে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল সাইদুল। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহা. আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন