ঢাকা শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

ময়মনসিংহে যুবদল-জামায়াতের পাল্টাপাল্টি বিক্ষোভ, এনসিপির কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:২৫ পিএম
ময়মনসিংহে যুবদল ও জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে ভিন্ন ইস‍্যুতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল এবং জামায়াতে ইসলামী। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ঘটনা এড়াতে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিল স্থগিত করেছে এনসিপির নেতাকর্মীরা। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে দুই দলের পাল্টাপাল্টি বিক্ষোভ কর্মসূচির কারণে নগরীতে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এই ঘটনা ঘটে। 

এনসিপির জেলা শাখার সদস্য মো. মোজাম্মেল হক বলেন, বিকালে নগরীতে বিএনপির যুব সংগঠন যুবদল ও জামায়াতে ইসলামীর পৃথক পৃথক ইস‍্যুতে বিক্ষোভ মিছিল থাকার কারণে অনাকাঙ্খিত পরিস্থিতি এবং ঘটনা এড়াতে আমাদের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সংগঠনে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।  

এর আগে ময়মনসিংহ মহাবিদ্যালয় থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততায় সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে মহানগর যুবদল এই বিক্ষোভ মিছিল বের করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে হরিকিশোর রায় রোডের বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষপ্তি সমাবেশ করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। 

বক্তব্যে তিনি বলেন, হঠাৎ করে দেশের শান্তি ও শৃঙ্খলা নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এর মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের জনগণ এ ধরনের ষড়যন্ত্র সহ্য করবে না। অবিলম্বে দেশের শান্তি ও শৃঙ্খলা ভঙ্গকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে দেশের ভোটাধিকার বঞ্চিত জনগণ।  

যুবদলের বিক্ষোভ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

এ সময় মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি রুহুল আমীন খান, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ রবিন, যুবদল নেতা রনি, মিন্টু প্রমূখ।    

একই ইস্যুতে নগরীর টাউন হল চত্বর থেকে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল করেছে দক্ষিণ জেলা যুবদল। এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজুল কবীর মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম খান রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকন।  

এ ছাড়াও পৃথক আয়োজনে টাউন হল চত্বর থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদলের সভাপতি জোবায়েদ হোসেন শাকিল। এতে সংগঠনের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে নগরীর জিরোপয়েন্ট থেকে উত্তর জেলা যুবদলের সভাপতি শামসুল হক শামছু এবং সাধারণ সম্পাদক রবিউল করিম বিপ্লবের নেতৃত্বে একই ইস্যুতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। পরে মিছিলটি নগরীর হরিকিশোররায় রোডের বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে সংগঠনের সহসভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ তৌফিকসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ময়মনসিংহে জামায়াতের বিক্ষোভ। ছবি- রূপালী বাংলাদেশ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

এদিকে গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াতে ইসলামী। বিকেল সাড়ে ৫টায় নগরীর কৃঞ্চচূড়া চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বড় মসজিদ চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে শেষ হয়।

এতে বক্তব্য রাখেন মহানগর জামায়াতে ইসলামীর সভাপতি কামরুল আহসান এমরুল, সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার, যুগ্ম সম্পাদক আল হেলাল তালুকদার, সহকারী সেক্রেটারি মাহাবুব হাসান শামীম, আনোয়ার হাসান সুজন, অর্থ সম্পাদক গোলাম মহসিন খান প্রমুখ।