ময়মনসিংহের গফরগাঁওয়ে তাড়াহুড়া করে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা হারিয়েছেন মাছুম বিল্লাহ (২৮) নামের এক যুবক। তা বাম পা হাটু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুত্রুবার (১ আগস্ট) বেলা ১২টার দিকে গফরগাঁও রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
আহত মাছুম বিল্লাহ হালুযাঘাট উপজেলার কাউচিয়া এলাকার মো. ওয়ালী উল্লাহর ছেলে।
গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ‘ওই যুবক তাড়াহুড়া করে কমিউটার ট্রেনে উঠতে গেলে পা বিচ্ছিন্ন হয়। তিনি গুরুতর আহত হন। পরে মাছুম বিল্লাহকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন আক্তার পপি বলেন, ‘ট্রেনে কাটা পড়ে বাম পা হাটু থেকে বিচ্ছিন্ন হওয়া যুবকে রেলওয়ে পুলিশ হাসপাতালে নিয়ে আসেন। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় প্রথামিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’