ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

ময়মনসিংহে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১২:৩৭ এএম
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে এক পোশাক শ্রমিককে রেস্তোরাঁয় ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এক ব্রিফিংয়ে র‍্যাবের অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য জানান। তবে ঘটনার মূল হোতা ও কথিত প্রেমিক মামুন মিয়া এখনও পলাতক রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- নান্দাইল উপজেলার বাসিন্দা জাহাঙ্গীর আলম (২৪), মো. শাকিল মিয়া (২৩) এবং মো. মমিন উদ্দিন (২৩)। তাদের নান্দাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

ব্রিফিংয়ে র‍্যাব জানায়, গত ১৮ জুলাই রাতে নান্দাইলের একটি পোশাক কারখানার নারী কর্মীকে রেস্তোরাঁয় খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যান তার কথিত প্রেমিক মামুন মিয়া (২৫)। 

এরপর তিনি ভুক্তভোগীকে তার তিন বন্ধুসহ পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা গত ২২ জুলাই নান্দাইল থানায় একটি মামলা দায়ের করেন।

র‍্যাব-১৪ কর্মকর্তা নয়মুল হাসান জানান, মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করে। 

বুধবার (৬ আগস্ট) রাতে পৃথক অভিযান চালিয়ে কুমিল্লার সদর থেকে মমিন ও জাহাঙ্গীরকে এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের অধিনায়ক আরও বলেন, মামলার প্রধান আসামি মামুনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। তাকে দ্রুতই আইনের আওতায় আনা হবে।