ময়মনসিংহের ফুলপুরে দুই সেনিটারি শ্রমিককে জিম্মি করে মুক্তিপণ আদায়ের চেষ্টায় বিএনপি কর্মীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) আসামিদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন মো. রেজাউল করিম।
গ্রেপ্তারকৃতরা হলেন: উপজেলার খারেরপাড় (মেরীগাই) গ্রামের রইছ উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান স্বপন (২৫), তিনি ছনধরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী; বাঘেরকান্দা গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৫২); খারেরপাড় মেরীগাই গ্রামের মৃত চান মিয়ার ছেলে আলেপ হোসেন (২২); একই গ্রামের রইছ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩২)।
ফুলপুর থানার ওসি আব্দুল হাদি জানান, গ্রেপ্তারকৃত পাঁচ জনকে আদালতের নির্দেশক্রমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, জিম্মি হওয়া মো. রেজাউল করিম (৪৩) কুড়িগ্রামের রৌমারী থানার খেয়ারচর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে এবং রাঙ্গামাটির লংগদু থানার ঠেকাপাড়া গ্রামের জজ মিয়ার ছেলে মো. সাকিব মিয়া (২০)। তারা পেশায় সেনিটারি মিস্ত্রি।
আনুমানিক চার দিন আগে ফুলপুরে টাইলসের কাজ করতে আসেন রেজাউল ও সাকিব। এই সুযোগে বিএনপি কর্মী মোখলেছুর রহমান স্বপন তার সহযোগীদের নিয়ে তাদের আটক করে নিজ ফিসারি ছনধরা খারেরপাড় এলাকায় নিয়ে যান।
সেখানে একটি ফিসারির পাড়ের একটি ঘরে দুই দিন যাবৎ তাদের নির্যাতন করে এবং তাদের পরিবার থেকে দুই লাখ টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করেন। এর মধ্যে এক লাখ দশ হাজার টাকা বিকাশে নেওয়া হয়।
পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সোমবার দিবাগত রাত ২ টার দিকে অভিযান চালিয়ে জিম্মি দুই জনকে উদ্ধার করে। একই সঙ্গে বিএনপি কর্মীসহ পাঁচ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন