আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এখন যে পরিষদ দেশ পরিচালনা করছে, সেটিকে তিনি সরকার মনে করেন না। তার মতে, জুলাই অভ্যুত্থানের পর মানুষের যে বিপুল আশা তৈরি হয়েছিল, তার লক্ষভাগের একভাগও পূরণ হয়নি।
শুক্রবার (১৪ নভেম্বর) টাঙ্গাইলের কালিহাতীর ছাতিহাটিতে সমর্থকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন লতিফ সিদ্দিকী।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জামিনে মুক্ত হওয়ার পর তিনি নিজ এলাকায় ফেরেন।
লতিফ সিদ্দিকী বলেন, ‘স্বাধীনতার পর বঙ্গবন্ধু থেকে শুরু করে জিয়া, এরশাদ, খালেদা জিয়া- কেউই মানুষের সব আকাঙ্ক্ষা পূরণ করতে পারেননি। আর একজনের নাম বলব না। তবে আমি আর কোনো রাজনৈতিক দলে যাব না। বঙ্গবীর কাদের সিদ্দিকীর পাশে সারাজীবন থাকব।
সভায় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীরউত্তম বলেন, দেশে ‘জয় বাংলা’ বলাকে যদি অপরাধ ধরা হয়, তবে তাকেই আগে গ্রেপ্তার করতে হবে।
তিনি বলেন, তার কর্মীরা সব সময়ই ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ উচ্চারণ করবেন।
জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার পতন দেশের স্বার্থে প্রয়োজন ছিল— এ কারণে জুলাই আন্দোলনের যোদ্ধাদের আমি সমর্থন করেছি। কিন্তু অভ্যুত্থানের পর তাদের কোনো কর্মকাণ্ডকেই আমি সমর্থন করি না।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন