দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
শুক্রবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে তিনি দেশের সাম্প্রতিক ভয়াবহ অপরাধ প্রবণতা নিয়ে তীব্র শঙ্কা ও হতাশা ব্যক্ত করেন।
বিবৃতিতে জিএম কাদের বলেন, ‘সারাদেশে খুন, জখম, ছিনতাই ও রাহাজানি আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। সাধারণ মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন—নদীতে ভাসমান লাশের পাশাপাশি জাতীয় ঈদগাহ মাঠের পাশে ২৬ টুকরো করা একটি লাশ উদ্ধার হওয়া এবং রাজশাহীতে দায়রা জজ আদালতের বিচারকের বাসায় ঢুকে তার সন্তানকে হত্যা ও স্ত্রীকে গুরুতর জখম করার মতো নৃশংস ঘটনা।’
তিনি বলেন, ‘প্রতিদিন পত্রিকায় নৃশংস হত্যাকাণ্ডের খবর প্রকাশিত হচ্ছে, যা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করে তুলছে। দেশের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে, যা একটি সভ্য রাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃখজনক।’
জিএম কাদের সরকারের প্রতি অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে রাষ্ট্রে স্থিতিশীলতা ও জনআস্থা দুটোই ক্ষতিগ্রস্ত হবে। তিনি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন