ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ওয়াজ আলী (৪৫) নামে রিকশাচালকের জমি বিক্রির সাড়ে ৪ লাখ টাকা না দিয়ে উল্টো মারধর করার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।
রিকশাচালক ওয়াজ আলী মুক্তাগাছা উপজেলার খাজুলিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা আইন উদ্দিনকে অভিযুক্ত করা হয়েছে। তিনি ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য।
গত ১৪ আগস্ট ওয়াজ আলী, সবুজ, জিয়াউর রহমান, ফজিম উদ্দিন ও জাবেদ আলী মিলে এক একর ৪৩ শতাংশ জমি জিন্নত আলীর কাছে ১৭ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। অভিযোগ উঠেছে, জমি বিক্রির পর অন্য অংশীদাররা টাকা নিলেও ওয়াজ আলীর টাকা বিএনপি নেতা আইন উদ্দিন নিয়ে যান, ওয়াজ আলী টাকা চাইলে আইন উদ্দিন তার অফিসে গিয়ে উল্টো মারধর করেন এবং হত্যার হুমকি দেন। এ ছাড়া ওয়াজ আলীর জমির দলিলও পুড়িয়ে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি বিক্রির সময় জিন্নত আলী বায়না বাবদ ৬ লাখ টাকা দেন এবং বাকি টাকা জমি দলিল সম্পাদনের সময় দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু আইন উদ্দিন রিকশাচালকের অংশের টাকা না দিয়ে মারধর ও হুমকি প্রদান করেন।
জমির ক্রেতা জিন্নত আলী বলেন, ‘আমি ৫ জনের কাছ থেকে জমি ক্রয় করেছি এবং পুরো টাকা প্রদান করেছি। কিন্তু বিএনপি নেতা আইন উদ্দিন ওয়াজ আলীর টাকা নিয়েছেন এবং দলিল পুড়িয়ে দিয়েছেন। বিষয়টির ভিডিও রয়েছে।’
রিকশাচালক ওয়াজ আলী বলেন, ‘আমি একজন রিকশাচালক। জমি বিক্রি করেছি, কিন্তু আমার টাকা নিয়ে মারধর ও হুমকি দেওয়া হয়েছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
বিএনপি নেতা আইন উদ্দিন দাবি করেন, ‘ওয়াজ আলীর ওইখানে কোনো অংশ নেই। সে জমি লিখে দেয়নি। আমার বিরুদ্ধে এক পক্ষ ষড়যন্ত্র করছে।’
উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুর রহমান বলেন, ‘একটি ভিডিওতে আইন উদ্দিন টাকা নিচ্ছে দেখা গেছে। তবে বিষয়টি বিবেচনা করে দেখার প্রয়োজন।’
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুকনুজ্জামান বলেন, ‘আমি দুই পক্ষকেই ডেকে কথা বলেছি। বিষয়টি সমাধান না হলে মামলা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন