ময়মনসিংহের নান্দাইলে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে জুয়েল মিয়া (২৮) নামে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভুক্তভোগীর পিতার অভিযোগের প্রেক্ষিতে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নথিভুক্ত করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী একজন শারীরিক প্রতিবন্ধী। ধর্ষক জুয়েল মিয়া একই গ্রামের প্রতিবেশী আব্দুর রাশিদের পুত্র। জুয়েল মিয়া দীর্ঘ ছয় মাস যাবৎ ওই প্রতিবন্ধী তরুণীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। পরে বিষয়টি ওই মেয়ে তার পিতামাতাকে জানান। তারা জুয়েল মিয়ার পিতামাতাকে বিষয়টি অবগত করেন।
এতে জুয়েল মিয়া ক্ষিপ্ত হয়ে ওই তরুণীর পরিবারের লোকদেরকে ভয়ভীতি দেখাতে থাকেন। একপর্যায়ে ৩১ আগস্ট সকাল ৯টার দিকে প্রতিবন্ধী তরুণীকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে ধর্ষক ও ধর্ষকের পরিবারের লোকজন ঘটনাটি স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় ধামাচাপা দেওয়ার জোর চেষ্টা চালায়। কিন্তু ভুক্তভোগী পরিবার এর কোনো সুরাহা না পেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, ‘ঘটনার বিষয়ে থানায় মামলা হয়েছে এবং ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি আসামিকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।’