ময়মনসিংহের নান্দাইলে বাড়ির সীমানার এক হাত জায়গা নিয়ে সংঘর্ষে আক্তার হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নান্দাইল ইউনিয়নের ভাটি সাভার গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আক্তার হোসেন ওই এলাকার মৃত জহিরুল ইসলামের ছেলে। আহতদের মধ্যে স্বপন মিয়া, রাজীব মিয়া, আব্দুল হেলিম, সুলেমা খাতুন, সুমন মিয়া, মোস্তফা কামাল, ফিরোজা, রিনা আক্তার, হামিদা বেগম ও সোহেল মিয়া সহ আরও পাঁচজন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাটি সাভার গ্রামের জসিম উদ্দিন ও আব্দুল হেলিমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সীমানার এক হাত জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার প্রথম সংঘর্ষে ৯ জন আহত হন। শুক্রবার সকালে পুনরায় সংঘর্ষ হয়, এতে জসিমের ভাই আক্তার হোসেন গুরুতর আহত হন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আক্তার হোসেনের মৃত্যুর খবর পেয়ে স্থানীয়রা আব্দুল হেলিমের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালিয়েছে।
নিহত আক্তার হোসেনের মা হাজেরা খাতুন বলেন, ‘বাড়ির সিমানার এক হাত জায়গা নিইয়াই গন্ডগোল অনেক দিন হয়ছে। এই এক হাত জায়গার কারনেই আমার পোলাডারে মাইরাইলছে।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জালাল উদ্দীন মাহমুদ জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।’