ময়মনসিংহের ভালুকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা এলাকার তাসরিফ কটন মিলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, ‘মহাসড়কে চলমান সংস্কারকাজের কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস উল্টোপথে চলছিল। বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী আয়ান পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন যাত্রী।’
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।