ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৭:৩৩ পিএম
এজলাসের সামনে মোস্তাফিজুর রহমানকে নিয়ে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের টাকা না পাওয়ায় স্ত্রীকে কাঠের খুঁটি দিয়ে আঘাত করে হত্যার দায়ে মোস্তাফিজুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এর বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসাইন এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইকবাল জামিল চৌধুরী লাকি রায়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নিহত গৃহবধূর নাম রানী বেগম। তিনি জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আনিসুর রহমান সাকিদারের মেয়ে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মোস্তাফিজুর রহমান নিয়ামতপুর উপজেলার হরিপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১০ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে মোস্তাফিজুর তার নিজ বাড়িতে স্ত্রী রানী বেগমের কাছ থেকে ৫ লাখ টাকা যৌতুকের দাবিতে কাঠের খুঁটি (গরু বাঁধার খুঁটি)  দিয়ে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত ও জখম করেন।

পরে ওই আঘাতের ফলে রানী বেগম মারা যান। এ ঘটনায় রানীর বাবা আনিসুর রহমান বাদী হয়ে নিয়ামতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় রাষ্ট্রপক্ষ থেকে ১৪ জন এবং আসামিপক্ষ থেকে ২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের জবানবন্দি গ্রহণ শেষে দীর্ঘদিন বিচার চলার পর আদালত মোস্তাফিজুর রহমানকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডের রায় প্রদান করেন।

রায় ঘোষণার পর বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।