ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

নওগাঁয় নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫, ১০:৫৭ পিএম
নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে মতবিনিময় সভা ৷ ছবি- রূপালী বাংলাদেশ

“সবার আগে বাংলাদেশ, জাতিগত বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই। ধর্ম যার যার, বাংলাদেশ সবার”-এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় নারী ভোটারদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় শহরের ঘোষপাড়া আনন্দমঠ প্রাঙ্গণে “দক্ষিণ নওগাঁর সচেতন নারী সমাজ” এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নওগাঁ সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. মাসুদ হাসান তুহিন। প্রধান অতিথি তার বক্তব্যে নারী ভোটারদের রাজনৈতিক সচেতনতা ও অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং আগামীর নির্বাচনে নারীদের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

অনুষ্ঠানে নারী ভোটাররা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের ভাবনা, প্রত্যাশা ও নানা অভিমত তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শাহানারা পারভীন লাকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌর বিএনপির সহসভাপতি তৌহিদুল ইসলাম, পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি গোলাম মোর্তজা পলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় অংশগ্রহণকারীরা নারী নেতৃত্বের বিকাশ, নিরাপদ ভোট পরিবেশ ও দেশের সার্বিক উন্নয়নে নারীর ভূমিকা বিষয়ে মতবিনিময় করেন।