নড়াইলে ‘জুলাই বিপ্লব’-কে কটূক্তি করে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শাহ্ আলম নামে এক ইউনিয়ন ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ জুলাই) রাতের দিকে নড়াইল সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ।
আটক শাহ্ আলম (২৮) বাশগ্রাম ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. হাদিয়ার রহমান বিশ্বাসের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের নেতা।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, শাহ্ আলম ৪ আগস্ট নড়াইলে অনুষ্ঠিত ছাত্র-জনতার মিছিলে সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিল।
নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, শাহ্ আলম নামে ওই ছাত্রলীগ নেতাকে নাশকতার অভিযোগে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।