নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং বিশ্বরোড পারাপারের সময় কাভার্ড ভ্যান ও তেলের লড়ি চাপায় আরাফাত (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত আরাফাত মাদারীপুরের শিবচর উপজেলার দ্বিতা খন্ড গ্রামের মোঃ শাহজাহানের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় ভাড়া থাকতো। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল বলে জানিয়েছেন স্বজনরা।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে দশটার দিকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর বাবা শাজাহান জানান, আমার ছেলে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীতে লেখাপড়া করত। আজ রাতের দিকে আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর থেকে আদমজী এলাকার চিটাগাং বিশ্বরোডে ছেলে ও মেয়েকে নিয়ে বাস থেকে নামি।
এরপর রাস্তা পারাপারের সময় একটি কাভার্ড ভ্যান ও তেলের লরির মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয় আমার ছেলে আরাফাত। পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান আমার ছেলে আর বেঁচে নেই।
চোখের সামনে কি হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না , এখন বাসায় ফিরে ওর মাকে কি বলবো এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে কিছু আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান আরাফাতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :