রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগকে (৩৯) পাথর মেরে নির্মমভাবে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) রাত ১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে প্রথমে কুপিয়ে, পরে মাথায় বড় পাথর দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে হাসপাতালের ভেতরে মারধর করা হয় এবং পরে গেটের বাইরে এনে নির্মমভাবে হত্যা করা হয়।
নিহতের পরিবার জানায়, সোহাগ কেরানীগঞ্জে পরিবারসহ বসবাস করতেন এবং পুরান ঢাকায় ভাঙারির ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের ধারণা, ব্যবসায়িক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
ঘটনার পর নিহতের বড় বোন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত অভিযান চালিয়ে ৫ আসামিকে গ্রেপ্তার করে।