নারায়ণগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় মো. ফেরদৌস (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে চিটাগাংরোডের ডাচ-বাংলা ব্যাংকের সামনে এই দুর্ঘটনা ঘটে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক ফেরদৌস রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেরদৌসের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি খুলনার কয়রা উপজেলার চৌখনই গ্রামের বাসিন্দা ছত্তার হাজির ছেলে। তিনি বর্তমানে রাজধানীর উত্তরায় ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক হোসেন জানান, ফেরদৌসের মরদেহ মর্গ রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ফেরদৌস একজন নতুন মোটরসাইকেল চালক ছিলেন। তিনি ট্রাকটিকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও এর চালককে শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে বলেও জানান তিনি।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন