নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায়’ দোকান মালিক মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ তার দলবলের বিরুদ্ধে।
বুধবার (৩০ জুলাই) সাড়ে ১১টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারের তালেব আলীর ছেলে। সালমদী বাজারে তার একটি মুদি দোকান রয়েছে। এ ছাড়া বাজারে তার আরও ৩টি দোকান রয়েছে।
নিহতের ছেলে রাসেল জানান, ‘৫ আগস্টের পর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমনের অনুসারী মামুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার সালমদী বাজারে তার বাবার কাছ থেকে বছরে ৩০ হাজার টাকা ভাড়ায় ৩টি দোকান ভাড়া নেন। এর একটি দোকানে বিএনপির কার্যালয় স্থাপন করেন। বাকি ২টি দোকানের ভাড়া পরিশোধ করলেও যে দোকানটিতে বিএনপির কার্যালয় করেছেন সেটির ভাড়া পরিশোধ করছিলেন না।’
তিনি জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তার বাবা জাহাঙ্গীর হোসেন ভাড়া চাইতে বিএনপি কার্যালয়ে তোতা মেম্বারের কাছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু করে। ওই সময় উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তোতা মেম্বার জাহাঙ্গীরকে চড় দেয়।
এ খবর পেয়ে তোতা মেম্বারের ছেলে খোকন, রাসেল, ভাতিজা সাদ্দাম, আলমসহ আরও কয়েকজন তার বাবাকে বিএনপি কার্যালয়েব ভেতরেই এলোপাতাড়ি মারধর করে।
গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাতে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাসেল আরও জানান, ভাড়ার বিষয়টি বিএনপির নেতা সুমনকে জানানো হয়েছিল।
ঘটনার পর থেকে বিএনপি নেতা তোতা মেম্বার ও তার অনুসারীরা ‘আত্মগোপনে’ চলে যান।
এ বিষয়ে জানতে মাহমুদুর রহমান সুমনকে ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, সেখানে কয়েকটি দোকান মিলে একটি অফিস করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে সে দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারপিটের ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি খন্দকার নাসির।

 
                             
                                    
-20250730171245.webp)
-20250730164738.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন