ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

রূপগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৪

পূর্বাচল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৫:৪৭ পিএম
রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে গুরুতর জখম। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় উল্টো অভিযোগের ভিত্তিতে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ওমর ফারুক জানান, ‘সাড়ে ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একই এলাকার আব্দুল সবহানের বিরোধ চলছিল। জমিটি বর্তমানে আদালতে মামলা চলমান অবস্থায় রয়েছে। সোমবার দুপুরে সবহান ও তার ছেলেরা জোরপূর্বক ওই জমি থেকে গাছ কাটতে গেলে আমি বাধা দেই। এ সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায় সবহান, তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার ও হাসিবুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্র নিয়ে আমার ও আমার মা মাহমুদা বেগমের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তারা দুজনকে গুরুতর জখম করে।’

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

ঘটনার পর ওমর ফারুকের ভগ্নিপতি আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ আরও ১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে একই ঘটনায় উল্টো থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ আব্দুল সবহান ও তার ছেলে ফেরদৌস, আলামীন এবং মাজাহারকে গ্রেপ্তার করে।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে মা ও ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’