নারায়ণগঞ্জের রূপগঞ্জে নজরুল ইসলাম বাবু হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৪ বছর পর বহুল আলোচিত এই মামলার রায় ঘোষণা হলো।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় কেবল একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত ২৬ আসামির মধ্যে তাওলাদ ওরফে জহিরুলকে মৃত্যুদণ্ড দিয়েছেন, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস দেওয়া হয়েছে। এ ছাড়া বিচার চলাকালীন সময়ের মধ্যে দুই আসামি মারা গেছেন।
যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন: মিজান, মোহাম্মদ আলী, আব্দুল লতিফ, হানিফ, সোহেল, সবুজ, মিলন, সেলিম, গুলজার, লেদা ফারুক, রাসেল, মোমেন, সাদ্দাম, শাহীন, রুহুল আমিন, আবুল এবং পণ্ডিত।
খালাসপ্রাপ্ত আসামিরা হলেন: আবু, মাসুদ, মান্নান, শামীম, সোহেল ও দেলোয়ার। বিচার চলাকালে মারা যাওয়া আসামিরা হলেন আবুল হাসেম ও শওকত।
রায়ের পর এপিপি ওমর ফারুক নয়ন বলেন, ‘এই রায়ে আমরা সন্তুষ্ট। তবে যারা এখনো পলাতক রয়েছেন তাদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’