নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর পুরান বাজার মধ্যপাড়া এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে মানব চৌধুরী (৪০) ও স্ত্রী বাচা চৌধুরী (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে মানব চৌধুরী এবং রাতে তার স্ত্রী বাচা চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মানব চৌধুরী কাঁচপুর এলাকার একটি কারখানায় চাকরি করতেন এবং স্ত্রী বাচা চৌধুরী ছিলেন গৃহিণী। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার বলরামপুর গ্রামে। তারা সোনারগাঁয়ের কাঁচপুর মধ্যপাড়া এলাকার শেখ ফরিদ মিয়ার তিন তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মানব চৌধুরীর শরীরের ৭০ শতাংশ এবং বাচা চৌধুরীর ৪৫ শতাংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তারা দুজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ছাড়া তাদের তিন মেয়ে—তিন্নি, মুন্নি ও মৌরি যথাক্রমে ২২ শতাংশ, ২৮ শতাংশ এবং ৩৬ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তিন জনই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, প্রায় এক মাস আগে মানব চৌধুরী ও তার পরিবার কাঁচপুর বিসিক শিল্প নগরীর পুরান বাজার মধ্যপাড়া এলাকার শেখ ফরিদের তিন তলা বাড়ির নিচ তলায় ভাড়া ওঠেন। গত বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে রান্নার জন্য চুলা জ্বালানোর মুহূর্তে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে আগুন ধরে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে আগুন নিভিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করেন।
সোনারগাঁ থানার এসআই (তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন বলেন, ‘দগ্ধদের মধ্যে স্বামী ও স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে থানায় জানানো হয়েছে। তবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।’