নারায়ণগঞ্জের রূপগঞ্জে পর্নোগ্রাফির ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে রাতুল তালুকদার নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে রূপগঞ্জ থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজ মাঠ থেকে তাকে আটক করা হয়। পরে ওইদিনই তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার দুপুরে রাতুল তালুকদারকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, শামসুল হক খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় রাতুল তালুকদারের। পরে কৌশলে ওই শিক্ষার্থীর মোবাইল হ্যাক করে তার ব্যক্তিগত তথ্য ও ছবি সংগ্রহ করে প্রতারক। এরপর শিক্ষার্থীর ছবি ব্যবহার করে অশ্লীল কনটেন্ট তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে।
নিজের সম্মান রক্ষার্থে শিক্ষার্থী পরিবারকে কিছু না জানিয়ে মায়ের স্বর্ণালংকার এনে প্রতারকের হাতে তুলে দিতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী ঘটনাটি খুলে বললে স্থানীয়রা রাতুল তালুকদারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ওসি তরিকুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাতুল তালুকদার স্বীকার করেছেন যে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তার মোবাইল ফোনে একাধিক মেয়ের অশ্লীল ছবি পাওয়া গেছে, যা ব্যবহার করে তারা বিভিন্ন মেয়েকে ব্ল্যাকমেইল করে অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।
তিনি আরও জানান, ঘটনার পর পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাতুল তালুকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন