সিরাজগঞ্জে যৌন নিপীড়নের শিকার এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে (১৩) নিয়ে তার বাবা-মা অভিযুক্ত ব্যক্তিকে থানায় হাজির করেছেন।
বুধবার (৮ অক্টোবর) বেলা ৩টার দিকে সদর থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই কিশোরীর বাড়ি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাতী গ্রামে। তার বাবা পেশায় দিনমজুর। চার মেয়ে ও এক ছেলের মধ্যে ওই মেয়েটিই সবার বড়। পরিবারের দাবি, পঞ্চম শ্রেণিতে পড়ার সময় থেকেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে একই গ্রামের ৫০ বছর বয়সি এক ব্যক্তি টাকার প্রলোভনে কিশোরীকে যৌন নিপীড়ন করেন। এতে মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে স্থানীয়ভাবে সালিশ বসে।
সেখানে দেড় লাখ টাকা দেনমোহরে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে ওই কিশোরীর বিয়ের প্রস্তাব দেওয়া হয়। সালিশে শিয়ালকোল ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মনজুরুল আলম, হাজী মোজাম্মেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বুধবার (৮ অক্টোবর) সকালে উভয় পক্ষ সিরাজগঞ্জ আদালত চত্বরে বিয়ে সম্পন্ন করতে গেলে কিশোরীর অপ্রাপ্তবয়স্কতার কারণে কোনো আইনজীবী তাতে রাজি হননি। পরে দুপুরে কিশোরী ও তার পরিবার অভিযুক্ত ব্যক্তিকে ধরে থানায় হাজির করে পুলিশের হাতে তুলে দেয়।
সাবেক ইউপি সদস্য মনজুরুল আলম বলেন, ‘মেয়েটি মানসিক প্রতিবন্ধী। ওই বৃদ্ধের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল।’
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. মোখলেছুর রহমান বলেন, ‘নির্যাতিতার মা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন