নাটোরে কলাগাছ কাটাকে কেন্দ্র করে খালেদা বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় তার ছেলে সেলিম হোসেন (৩২)-কে কুপিয়ে জখম করারও অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২০ জুলাই) দুপুর ১টার দিকে নলডাঙ্গা উপজেলার নসরতপুর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত খালেদা বেগমের অভিযুক্ত মেহেদী হাসান (২৬)-এর চাচি। ঘটনার পর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নলডাঙ্গা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নসরতপুর গ্রামের দুই ভাই আবদুল খালেক ও আবদুল বারেকের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
গতকাল শনিবার বারেকের স্ত্রী খালেদা বেগম ওই বিরোধপূর্ণ জমির একটি কলাগাছ কাটেন। এ ঘটনায় দুই পরিবারের মধ্যে উত্তেজনা বাড়ে।
আজ রোববার দুপুরে আবদুল খালেকের ছেলে মেহেদী হাসান ধারালো অস্ত্র নিয়ে বারেক আলীর বাড়িতে ঢুকে খালেদা বেগম ও তার ছেলে সেলিম হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন।
সেলিম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করা হয়েছে। তাকে থানায় হেফাজতে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’