সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বড়াইগ্রামে (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০২:০৪ পিএম

লালপুরে চায়না রিং জাল ধ্বংস করলেন প্রশাসন

বড়াইগ্রামে (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০২:০৪ পিএম

উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো ধ্বংস করা হয়।       ছবি- রূপালী বাংলাদেশ

উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো ধ্বংস করা হয়। ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের লালপুরে সেনাবাহিনীর চেকপোস্টে অভিযান চালিয়ে নিষিদ্ধ ‘চায়না রিং জাল’ বহনের সময় মো. চুন্নু শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, চেকপোস্ট চলাকালে চুন্নু শেখ ৫০ পিস চায়না রিং জাল বহন করছিলেন। প্রতিটি জালের গড় মূল্য অনুযায়ী জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪ হাজার টাকা। এসব জাল অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত হয়ে আসছিল।

পরবর্তীতে সেনাবাহিনী ও উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো ধ্বংস করা হয়। অভিযান পরিচালনায় সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও সহযোগিতা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, চায়না রিং জাল পরিবেশ ও দেশের মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি। এটি ছোট মাছ ও ডিমওয়ালা মা মাছ ধ্বংস করে দেয়। তাই এই ধরনের জাল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মৎস্যজীবীরা। তারা জানান, অবৈধ জাল ধ্বংস ও অভিযানের ধারাবাহিকতা থাকলে মৎস্য সম্পদ সুরক্ষিত থাকবে এবং প্রকৃত জেলেরা উপকৃত হবেন।

এদিকে সেনাবাহিনীর এই অভিযান এলাকায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মৎস্য আহরণে নিয়ম মানার বিষয়ে কার্যকর বার্তা দিয়েছে বলে মনে করছেন স্থানীয় প্রশাসন।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!