কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরে বজ্রপাতে দুই কৃষকের ১১টি মহিষ মারা গেছে।
রোববার (৩ আগস্ট) ভোরে উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাণিসম্পদ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কৃষক নবির আলীর ১০টি এবং এলাহি ঢালির ১টি মহিষ মারা গেছে। মহিষগুলো নদীর পাড়ের উঁচু স্থানে আশ্রয় নিয়েছিল।
মোট ক্ষতির পরিমাণ আনুমানিক ২০-২৪ লাখ টাকা। এলাহি ঢালি জানান, তাদের বাথানে মোট ৩০০টি মহিষ রয়েছে, যার মালিক ২২ জন। অনেক মহিষ পুঁতে রাখা সম্ভব না হওয়ায় সেগুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, ক্ষয়ক্ষতির বিষয়টি অবগত আছেন এবং সরকারি সহায়তা বরাদ্দ পেলে দ্রুত তা বিতরণ করা হবে।
আপনার মতামত লিখুন :