ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

সিংড়ায় ৪ লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৯:০৯ এএম
নাটোরে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাকিশা ও বিলসা গ্রামে যৌথ অভিযান চালিয়ে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয় উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের যৌথ ব্যবস্থাপনায়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ‘জব্দ করা জালের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। অভিযানে পাকিশা বাজারের ব্যবসায়ী মো. সাইফুল ইসলামকে মৎস্য ও পশু খাদ্য আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।’

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন বলেন, ‘নিষিদ্ধ চায়না দুয়ারী জাল দেশীয় মাছের জন্য মারাত্মক হুমকি। এগুলোর ব্যবহার প্রজনন প্রক্রিয়া ব্যাহত করে এবং পরিবেশের ক্ষতি সাধন করে। অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।