এক মাস সিয়াম সাধনার পর দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। প্রতিটি মানুষ তাদের পরিবারের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠবে। তবে ঈদের আনন্দ নেই ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারগুলোর মাঝে। কারও স্বামী আবার কেউ সন্তান হারিয়ে এবারের ঈদ যেন বিষাদে হয়ে ওঠেছে। শোক কাটিয়ে উঠতে পারছে না তারা।
তবে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে শহীদ পরিবারের পাশে দাড়িয়েছে বিএনপির কেন্দ্রীয় নেতা আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ঈদকে সামনে রেখে শহীদ মো. আহাদুন, আব্দুল আল মামুন, সোহাগ মিয়া ও মেহেদী হাসানের পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিয়েছেন।
শহীদ সোহাগের চাচা শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ভাতিজাকে ছাড়া এবারের ঈদ খুবই কষ্টের। কলমাকান্দায় নিহত অন্যান্য পরিবারের ঈদের আনন্দ বলতে কিছুই নেই। প্রিয় জনকে হারিয়ে ঈদ আনন্দ কিভাবে কাটবে জানিনা।
বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তাঁদের ত্যাগ যেন বৃথা না যায়। সেই প্রত্যাশা থেকেই আমাদের এই পাশে থাকা। আমরা সবসময় শহীদ পরিবারের সুখ-দুঃখে পাশে থাকবো।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
       -20251031020255.webp) 
       -20251031020205.webp) 
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন