ঢাকা সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মিটফোর্ডে সোহাগ হত্যা, নেত্রকোনায় দুই আসামি গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১১:৪০ পিএম
গ্রেপ্তার সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী।

রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এবং নেত্রকোনা জেলা পুলিশের যৌথ অভিযানে দুর্গাপুর পৌর শহরের চায়না মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

পুলিশ সুপার জানান, শনিবার রাত সাড়ে ৪টার দিকে চায়না মোড়ে অভিযান চালানো হয়। অভিযানে ডিবি পুলিশের সঙ্গে সহযোগিতা করে দুর্গাপুর থানা পুলিশও।

গ্রেপ্তারকৃতরা হলেন সজীব ব্যাপারী ও রাজীব ব্যাপারী। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার টুনারচর এলাকার মৃত ইউনুস ব্যাপারীর ছেলে।

মামলার এজাহারে রাজীবকে ১০ নম্বর এবং সজীবকে ৭ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ জুলাই (বুধবার) বিকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এর আগে পুলিশ ও ‌‌র‍্যাব কর্তৃক পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। এই দুইজনের গ্রেপ্তারের মাধ্যমে উক্ত ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করো হলো।

ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।