নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের কলমাকান্দা থানায় হস্তান্তর করেছে বিজিবি ৩১ ব্যাটালিয়নের সদস্যরা।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে পাঁচ জন ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে এমন খবর পায়। পরে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে দুই জনকে আটক করতে সক্ষম হলেও বাকি তিন জন পালিয়ে যান।
এরপর শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে পালিয়ে যাওয়া তিন জনকে আটক করে কলমাকান্দার কচুগড়া সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন: নেত্রকোনার বারহাট্টা উপজেলার আন্দাদিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলম মিয়া (২০), একই এলাকার অটোরিকশা চালক ইমন (২০), ময়মনসিংহের মুক্তাগাছা সদরের হারুণ মিয়ার ছেলে মোনাইস ইসলাম (১৯)।
এই ঘটনায় শুক্রবার দুপুরে কলমাকান্দা থানায় কচুগড়া বিওপির হাবিলদার মো. তোফায়েল হোসেন বাদী হয়ে আটককৃত রমজান আহমেদ ও জুবায়ের হোসেনসহ আরও তিন জনকে থানায় সোপর্দ করে।
কলমাকান্দা থানার ওসি মো. লুৎফুর রহমান জানান, ‘সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বিজিবি সদস্যরা দুই ধাপে মোট পাঁচ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’