গোদাগাড়ীতে গনহত্য কারি শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাটিকাটা ইউনিয়ন যুবদল। বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৬ নং মাটিকাটা ইউনিয়ন শাখার উদ্দ্যেগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র
জনতা গনহত্যকারী আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিদিরপুর জিয়া পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পিরিজপুর মোড়ে এসে পথসভা করে শেষ হয়।
পথসভায় বক্তারা গত ১৫ বছরের শেখ হাসিনার দূ:শাসনের বর্ণনা করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের হত্যার নির্দেশ দাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে দেশ বিরোধী নানা অপরাধমূলক ষড়যন্ত্র করছে ও সাম্প্রদায়িক দাঙ্গার নির্দেশ দিচ্ছে এবং অরাজকতা সৃষ্টি করছে। আবারো দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরির পায়তারা করছে। ছাত্ররা যে ত্যাগের মাধ্যমে দেশকে জুলুমবাজ, গুমের রাজা, খুনী সরকারকে বিতারিত করেছে। সেই ত্যাগকে শক্তি হিসেবে নিয়ে আমরা দেশকে রক্ষায় মাঠে আছি। কেউ দেশকে নিয়ে কোন ধরণের ষড়যন্ত্র করার চেষ্টা করলে, দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে তাদের। এসময় বক্তারা অতিদ্রুত খুনি হাসিনাকে দেশে এনে বিচারের দাবি জানান অন্তর্বতীকালিন সরকারের প্রতি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন মাটিকাটা ইউনিয়ন বিএনপির সহ-সভাতি কামারুল ইসলাম মাষ্টার, দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম টিয়া হাজি, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি নয়ন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোজ্জামেল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনি সম্পাদক মিঠু, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির রফিকুল ইসলাম রফিক, যুবদলের নেতা এমকে বাসার, সরিফুল ইসলাম, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগীর কবির তোতা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুদ্দিন টমাস, ছচাত্র দলের মাটিকাটা ইউনিয়ন সভাপতি নাসিম, সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার, ছাত্র নেতা ইমনসহ শত শত নেতাকর্মী।
আপনার মতামত লিখুন :