বাংলাদেশ থেকে সিমেন্টের বিনিময়ে মায়ানমার হতে মাদক পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্ট ও ২টি বোটসহ ২০ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (১১ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র সিমেন্টের বিনিময়ে ইয়াবা-মদসহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ১১ আগস্ট সোমবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের হালিশহর থানাধীন কাট্টলী ঘাট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ককর ফাঁকি দিয়ে মায়ানমার পাচারের উদ্দেশ্যে একটি কার্গো বোট হতে অপর একটি ফিশিং বোটে সিমেন্ট স্থানান্তরকালে প্রায় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট ও পাচারকাজে ব্যবহৃত ২টি বোটসহ ২০ জন পাচারকারীকে আটক করা হয়।’
জব্দকৃত সিমেন্ট, বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ‘অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন