পিরোজপুরের ইন্দুরকানীতে বেলায়েত হোসেন বেল্লাল (৩৫) নামে এক যুবক মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পড়ে মারা গেছেন। তিনি আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় কর্মস্থলে যাওয়ার জন্য বাসের টিকিট কেটেছিলেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বাড়ির পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়। বেল্লাল বালিপাড়া ইউনিয়নের পূর্ব বালিপাড়া গ্রামের ইসকেন্দার আলী শেখের বড় ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানার ওসি মো. মারুফ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেল্লাল পেশায় একজন মাইক্রোবাস চালক এবং ঢাকায় বসবাস করেন। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) তিনি ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসেন। আজ বুধবার দুপুরে তার ছোট ভাগনেকে দিয়ে গাছ থেকে পাকা সুপারি পাড়ান। পরে তার ঘরের পাশের ডোবার পাশে বসে সুপারি ছড়া থেকে ছিঁড়তে থাকেন।
এর কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে ডোবার পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন এসে তাকে ডোবা থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহতের স্ত্রী ফাহিমা বেগম বলেন, ‘আমার ভাগনে সুপারি পাড়তে গাছে উঠেছে এবং আমরা স্বামী ডোবার পাসে বশে সুপারি ভাংতেছে, এটা দেখে আমি ঘরে রান্না করতে যাই। পরে এসে আমি তাকে দেখি না।’
তিনি আরও বলেন, ‘খোঁজাখুঁজির কিছুক্ষণ পরে তাকে আমরা ওই ডোবায় ভাসতে দেখি। তার যে রোগ ছিল এটা মনে ছিল না। এই রোগ প্রায় সময় উঠত এবং সে স্ট্রোকও করেছিল। আমাদের কারও সঙ্গে কোনো শুত্রুতা নেই।’
ওসি মারুফ হোসেন বলেন, ‘বালিপাড়ায় বেল্লাল শেখ নামে এক যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃগী রোগে আক্রান্ত হয়ে ডোবার পানিতে পরে মৃত্যু হয়েছে বলে তার মা ও স্ত্রী জানিয়েছেন।’
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন