ঝিনাইদহ বাসচাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে সদর উপজেলার নগরবাথান এলাকার আঠারো মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভ্যানচালক সদর উপজেলার নগরবাথান গ্রামের নিজামুদ্দীনের ছেলে নজরুল ইসলাম (৫০) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মিনহাজপুর গ্রামের রুবেল হোসেনের ছেলে সিফাত (১০)। সিফাত দাদার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে আসছিল।
এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা আরও দুজন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা মন্ডল পরিবহনের একটি যাত্রীবাহী বাস অন্য একটি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় অপরদিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ভ্যানে থাকা সিফাত নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে ভ্যানচালক নজরুলও মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়রা সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।
আরাপপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. ইয়াসির আরাফাত জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহগুলো ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন