পিরোজপুরের ইন্দুরকানীতে নবগঠিত কমিটির উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক মো. মোশাররফ হোসেনকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন একই কমিটির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আ. মান্নান।
শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টায় ইন্দুরকানী প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে আ. মান্নান অভিযোগ করেন, আহ্বায়ক মো. মোশাররফ হোসেন জাতীয় পার্টি ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, দূর্ণীতি করেছেন এবং মুক্তিযোদ্ধাদের জন্য সরকারি ঘর ও দোকান ভাড়া থেকে অর্থ আত্মসাৎ করেছেন।
তিনি দাবি করেন, কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে।
অভিযোগ অস্বীকার করে আহ্বায়ক মো. মোশাররফ হোসেন বলেন, দুটি জমা দেওয়া কমিটি এক করে আমাকে আহ্বায়ক এবং আঃ মান্নানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আ. মান্নানের কমিটি পাশ না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি অপপ্রচার চালাচ্ছেন। ২০১৮ সালে কমিটি ভেঙ্গে প্রশাসক ও সদস্য সচিব নিয়োগের পর দোকান ভাড়া ও অগ্রিম জামানতের দায়িত্ব তাদের ছিল। তাই অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।
সংবাদ সম্মেলনে বর্তমান কমিটির দুইজনসহ ছয়জন মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন