কক্সবাজারের রামু থানার এসআই কামাল হোসেনকে প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে রামু চৌমুহনী চত্বরে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই কর্মসূচি পালন করে এলাকাবাসী।
বক্তারা অভিযোগ করেন, সাড়ে তিন মাস আগে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুর্বৃত্তরা জিটু বড়ুয়া ও তার বাবাকে কুপিয়ে জখম করে। ওই ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি খোকন বড়ুয়াকে গ্রেপ্তার না করে উল্টো ভুক্তভোগী জিটু বড়ুয়ার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দেন এসআই কামাল হোসেন। ফলে নিরীহ জিটু বড়ুয়া হয়রানি ও মানহানির শিকার হয়ে কারাবরণ করছেন।
বক্তারা বলেন, পুলিশের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হলেও এসআই কামালের বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, যা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে।
রামু উপজেলা বৌদ্ধ ঐক্য ও কল্যাণ পরিষদের সহসভাপতি রাজেন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক অর্পন বড়ুয়া, রামু উপজেলা প্রাক্তন ছাত্রদল ফোরামের সদস্য সচিব ও বিএনপি নেতা আতিকুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোছাইন মাহমুদ মাসুদ, ঐক্য-০৯-এর সংগঠক হোসনে মোবারক মিনার, ফতেখাঁরকুল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নয়ন ও সহসভাপতি আব্দুল ইয়াসির প্রমুখ।
সমাবেশে বক্তারা এসআই কামাল হোসেনকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন